গাজীপুরের শহীদ নিয়ামত সড়ক এলাকায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ 251 0
গাজীপুরের শহীদ নিয়ামত সড়ক এলাকায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১
গাজীপুর এই চাঞ্চল্যকর স্ত্রী হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।একটি দক্ষ আভিযানিক দল অত্র কোম্পানী কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে হত্যার সংবাদ পাওয়ার ১২ ঘন্টার মধ্যে ডিএমপি, ঢাকা খিলগাও থানার সিপাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সেলিম (৪৬),পিতা-আইন উদ্দিন বেপারী,মাতা-মৃত রাজবাহার,সাং-বারোগরিয়া,থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ,এ/পি সাং-নিয়ামত সড়ক(সামসুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া),থানা-সদর, জিএমপি,গাজীপুর’কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হইতে হত্যাকান্ডে ব্যবহৃত প্লাষ্টিকের চিকন দড়ি,ভিকটিম ও আসামীর ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও নগদ ১৪০০/- (এক হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম (৪৬)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা অবলীলায় স্বীকার করেন ।
গ্রেফতারকৃত আসামী জানায়, স্ত্রীর সাথে তার খারাপ সম্পর্কের জেরে মীমাংসার উদ্দেশ্যে গত ০৭/০৭/২০২১ খ্রিঃ তারিখে ঢাকার খিলগাও থেকে জিএমপি,গাজীপুর সদর থানাধীন শহীদ নিয়ামত সড়ক এলাকায় তার স্ত্রীর ভাড়া বাসায় আসে। উল্লেখিত তারিখে রাত ২০.০০ ঘটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পর্ক পুণঃস্থাপনের চেষ্টা করা হলেও তার স্ত্রী তাকে ঘরে ঢুকতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ০৮/০৭/২০২১ খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকায় স্ত্রীর গলায় প্লাষ্টিকের চিকন দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সাক্ষীদের উপস্থিতিতে আসামী নিজেই হত্যায় ব্যবহৃত প্লাষ্টিকের লাল দড়ি ভিকটিমের ভাড়াকৃত বাসার কাঠের বক্স থেকে বের করে দেয়।
থানা-সদর, জিএমপি, গাজীপুর এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে বর্ণিত ঘটনায় জিএমপি সদর থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-০৯ তারিখ ০৮/০৭/২০২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ১১(ক)।